লক্ষ্য ও উদ্দেশ্য:
আজ থেকে ৩০ বৎসর পূর্বে এই ক্যানেলটি ছিল একটি বহমান জলাধার যার একটি মাথা সরাসরি চলনবিলের সাথে সংযুক্ত ছিল। একটি শহরের মধ্যে যে কোন জলাশয় সেই এলাকার শুধুমাত্র সৌন্দর্যই বহন করে না, বরং বায়ুমন্ডলকে শীতল রাখাসহ ইকো-সিস্টেম কে ঠিক রাখে। কিন্তু, ক্যানেলটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলতে ফেলতে এবং ক্যানেলের জায়গা দখল করতে করতে এর সৌন্দর্য এবং ইকো-সিস্টেম পুরোপুরি ধ্বংসের মুখে।
বাকিটুকু দেখুন
|