দূর্যোগ মোকাবেলায় বর্তমান পৌর পরিষদ সারাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। যে কোন দূর্যোগে জনসাধারণের পাশে থাকা, তাদের সহযোগিতা করা পৌরসভা কর্তব্য। কিন্তু, জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজন উপেক্ষা করে জনসাধারণের সেবা করা আজকের দিনে বিড়ল, যা বর্তমান পরিষদের একটি অন্যতম উদাহরণ।
বন্যা–২০১৭: ২০১৭ সালে সারাদেশে ভয়ংকর বন্যা হয়। সিংড়া তুলনামূলক নীচু এবং নদী-বিল পরিবেস্টিত হওয়ায় বন্যা ভয়াবহ রূপ ধারণ করে। শহরের প্রায় ৫০% ভাগ এলাকা প্লাবিত হয়। বানভাসিদের জন্য খোলা হয় ১৪টি আশ্রয়কেন্দ্র। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে সকল আশ্রয়কেন্দ্রে প্রায় ৪৫ দিন বানভাসী অসহায় মানুষদের ৩ বেলা রান্না করে খাওয়ানো হয় বিনামূল্যে। সরকারী সহযোগিতার পাশাপাশি মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী এবং মেয়র মহোদয়ের ব্যক্তিগতভাবেও আর্থিক সহযোগিতা করেন। পরবর্তীতে ঘরহারা পৌরবাসীদের সরকারী সহায়তার ব্যবস্থাও করা হয়।
করোনা ২০২০: ২০২০ সালের এপ্রিল মাসে সিংড়ায় প্রথম করোনা রোগি সনাক্ত হয়। সরকারীভাবে লকডাউন ঘোষণা হয় ২০ মার্চ থেকে। লকডাউনের কারণে দরিদ্র তথা স্বল্প আয়ের লোকজনের উপার্জন বন্ধ হয়ে যায়। রাতারাতি তারা একটি বিরাট বিপদের মধ্যে পড়ে। সরকারী সহযোগিতার পাশাপাশি গঠন করা হয় একটি কোভিড ফান্ড, যেখানে দেশি-বিদেশী অসংখ্য লোক অর্থ সাহায্য করে। মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী এবং মেয়র মহোদয় ব্যক্তিগতভাবে উক্ত তহবিলে অর্থ সাহায্য করেন। উক্ত অর্থ দিয়ে প্রতিটি অসহায় মানুষের বাড়ীতে পৌঁছে দেয়া হয় খাদ্য সহায়তা। করোনার আতংকে যেখানে সকলে ঘরবন্দী সেখানে মেয়র জান্নাতুল ফেরদৌস ছিল জনসাধারণের সেবায় নিয়োজিত। প্রায় ২ মাস তিনি তার পরিবার থেকে দূরে থেকেছেন শুধুমাত্র পৌরবাসীদের নিরাপদ রাখার জন্য। করোনা মোকাবেলায় বর্তমান পৌর পরিষদ যে উদ্যোগসমূহ গ্রহণ করেছিলেন:
1. | করোনা ভাইরাস সম্পর্কে ধারাবাহিকভাবে প্রতিটি মহল্লায় মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি |
2. | দূঃস্থ ও অসহায়দের মাঝে মাস্ক, সাবান ও গ্লোবস বিতরণ |
3. | পৌর এলাকা জীবানু নাশক স্প্রে এর মাধ্যমে ধৌত করণ |
4. | বাড়ী বাড়ী পণ্য সেবা পৌছে দেয়ার জন্য চলো সার্ভিসকে নিয়োজিত করণ |
5. | সামাজিক দূরত্ব বজায় রাখতে ভলেন্টিয়ারদের নিয়োজিতকরণ |
6. | শ্রমিক, দিনমজুর, ছিন্নমূল হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে চাউল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ |
7. | বাজার মূল্য নিয়ন্ত্রন করতে নিয়মিত বাজার মনিটরিং |
8. | মসজিদসমূহে জীবানু নাশকদিয়ে পরিস্কার করণ ও স্যানিটাইজার সামগ্রী প্রদান |
9. | রোগীদের জন্য বিনামূল্যে এ্যাম্বেুলেন্স সেবা প্রদান |
10. | নিম্নমধ্যবিত্তদের মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান |
11. | শিশু খাদ্য সামগ্রী বিতরণ |
12. | বিশেষ ও এমএস এর মাধ্যমে চাল ১০ টাকা কেজি হিসেবে 4200 পরিবারকে সহায়তা প্রদান |
13. | বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা’র অর্থ প্রতিটি বাড়ীতে পৌছে দেয়া |
14. | নো মাস্ক, নো সার্ভিস ব্যবস্থা চালুকরণ |
15. | জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়ণে পৌরভবনের প্রবেশ পথে সাবান পানি দিয়ে হাত ধোয়ার স্থায়ী বেসিন স্থাপন |
16. | পৌর সেবা গ্রহিতাগণের জন্য বাধ্যতামুলক মাস্ক পরিধান ও সাবান পানি দিয়ে হাত ধোয়া নিশ্চিতকরণসহ শরিরের তাপমাত্রা পরিমাপের জন্য ডিজিটাল ইনফারেড থার্মোমিটার সহ একজন সার্বক্ষণিক কর্মী নিয়োগ
|
17. | পৌরসভা Covid-19 মানবিক সহায়তা তহবিল হতে 11750 টি পরিবারের মাঝে ঈদ উপহার (লাচ্চা, সেমাই, দুধ, চিনি) সামগ্রী বিতরণ |
18. | পৌরসভা Covid-19 মানবিক সহায়তা তহবিল হতে 4065 টি পরিবারের মাঝে (10 কেজি চাউল, আলু 2 কেজি, ডাল ৫০০ গ্রাম লবন ৫০০ গ্রাম ও সয়াবিন তেল 1 লিটার) বিতরণ |
19. | মাননীয় আইসিটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহযোগিতায় 1500 পরিবারের মাঝে (চাল 10 কেজি, আলু, ২ কেজি, পিয়াজ ২ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, তেল ১ লিটার ও ১টি সাবান) বিবতরণ |
20. | ১১৯৮টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ ২৫০০ টাকা প্রদান |
21. | মাননীয় প্রধানমন্ত্রীর উপহার 5050টি পরিবারের মধ্যে ত্রাণ (চাউল) বিতরণ |
22. | পৌর ভবনের প্রবেশদ্বারে জীবানু নাশক ট্যানেল স্থাপন |
23. | শিশু খাদ্য বিতরণ |
24. | বিশেষ ওএমএস এর মাধ্যমে চাল ১০ টাকা কেজি হিসেবে ২৪০০ পরিবারকে সহায়তা প্রদান |
25. | বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা’র অর্থ প্রতিটি বাড়ীতে পৌছে দেয়া |
26. | মেয়র মহোদয়ের নেতৃত্বে পৌরসভা মানবিক সহায়তা তহবিল গঠনের মাধ্যমে ৪০৬৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ |
সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |