বিগত ৫ বছর পূর্বে সিংড়া পৌরসভার হাতে গোনা কয়েকটি রাস্তা ব্যতিত সকল রাস্তাই ছিল অন্ধকারাচ্ছন্ন। শহরে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাত্রীকালীন জননিরাপত্তা ছিলনা বললেই চলে। মাত্র ২৫৫টি ইলেকট্রিক সড়কবাতি ছিল পুরো পৌর এলাকায়। বর্তমাণ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জননিরাপত্তার উপর বিশেষ দেয়া হয়, পরিকল্পনা করা হয় পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের মাধ্যমে শহরের প্রতিটি কোণা আলোকিতকরণের। নাটোর-বগুড়া মহাসড়কে নিংগইন বাসস্ট্যান্ড থেকে বালুয়াবাসূয়া পর্য্যন্ত স্থাপন করা হয় এলইডি সড়কবাতি, যা সড়ক আলোকিত করার পাশাপাশি শহরকে বিশেষ সৌন্দর্য্যমন্ডিত করেছে। পরবর্তীতে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী মহোদয়ের সুপারিশক্রমে সিংড়া পৌরসভায় সোলার সড়কবাতি স্থাপনের জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তণ ট্রাস্ট কর্তৃক অর্থ বরাদ্দ করা হয়, যা দিয়ে সিংড়া পৌর এলাকায় সর্বমোট ৬২১টি সোলার সড়কবাতি স্থাপন করা হয়। সোলার লাইটসমূহ স্থাপন করায় পৌরবাসী বিশেষভাবে উপকৃত হয়েছে, যা রাত্রীকালীন নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, সোলার সড়কবাতি স্থাপনের বিষয়টি জাতীয়ভাবে পুরষ্কৃত হয়েছে এবং আন্তর্জাতিকভাবেও সিংড়া পৌরসভা সুনাম অর্জণ করেছে।
বিগত ৫৫ মাসে সড়কবাতি স্থাপনের পরিসংখ্যান
সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |